প্রেম প্রীতি ভালোবাসা : নাজমুল ইসলাম মকবুল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

1932548_597065407067975_8765415905214866864_oপ্রেম প্রীতি আর ভালোবাসা

পৃথিবীতে থাকতো যদি
বিমান হামলা কামান গুলা
চলতনা আর নিরবধি।

বিশ্বব্যাপী মরতনা আর
নীরিহ সব মানুষগুলি
গুলি করে ফেলতনা আর
তাজা লোকের মাথার খুলি।

ভিটে মাটি গৃহ ছেড়ে
নারী শিশু কাঁদতনা আর
পাষন্ডরা হত্যা করে
খিলখিলিয়ে হাসতনা আর।

মুক্ত স্বাধীন থাকতো মানুষ
যুদ্ধ তখন লাগতোনা আর
ধনি গরিব ফারাক তখন
বিশ্বব্যাপী থাকতোনা আর।

রাসায়নিক মারনাস্ত্র
তৈরী করা হতোনা আর
মানুষ মারার বিশাল বাজেট
তৈরী করা হতোনা আর।

বিশ্ব মোড়ল শাসক শোষক
এত্তো পাষান আজকে কেন
প্রেম প্রীতি আর ভালোবাসা
হারিয়ে গেলো কোথায় যেন!!

নাজমুল ইসলাম মকবুল
সভাপতি, সিলেট লেখক ফোরাম

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪