
আলাস্কায় শক্তিশালী ভূমিকম্প॥ সুনামি সতর্কতা জারি
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুন - ২৪ - ২০১৪ | ৮: ১৪ পূর্বাহ্ণ | সংবাদটি 630 বার পঠিত

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে সোমবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৮.০। এতে স্থানীয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে।
তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, প্রাপ্ত সকল তথ্যের ভিত্তিতে মনে করা হচ্ছে বড় ধরণের ধ্বংসাত্মক সুনামির কোনো আশঙ্কা নেই।
পশ্চিমাঞ্চলীয় আলিয়ুতিয়ান্স’র প্রত্যন্ত লিটল সিটকিন আইল্যান্ডের ২৪ কিলোমিটার দক্ষিণপূর্বাঞ্চলে ও ৭০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল।
জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্র উমনাক দ্বীপের উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করে বলেছে, এসব এলাকায় বন্যা ও প্রবল ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। সূত্র : নয়া দিগন্ত

