Search
Close this search box.

মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিশ্বনাথনিউজ২৪ ডেস্ক :: মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন আনোয়ার ইব্রাহিম। দশম প্রধানমন্ত্রী হিসেবে তিনি বৃহস্পতিবার বিকেলে শপথ গ্রহন করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাজপরিবারের বৈঠকের পর ৭৫ বছর বয়সী আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ। কারণ মালয়েশিয়ার ২২২ সংসদ সদস্যদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সমর্থন ছিল তার পক্ষে।

১৯৯০ সালের আগেই আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হলেও তাকে হঠাৎ বরখাস্ত করা হয় এবং পরে তাকে কারাগারে যেতে হয়েছিল।

মালয়েশিয়ার ১৫তম সাধারণ নির্বাচনে ২২০টি সংসদীয় আসনের মধ্যে সর্বোচ্চ ৮২টি আসন পেয়েছে আনোয়ার ইব্রাহিম নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট। নিকটতম জোট মুহিউদ্দিন ইয়াসিনের পেরিকাতান ন্যাশনাল পেয়েছে ৭৩টি আসন। এছাড়া সাবেক জোট সরকার বারিসান ন্যাশনাল নেই তাদের ধারে কাছেও। তারা পেয়েছে মাত্র ৩০টি আসন।

মালয়েশিয়ায় গণতান্ত্রিকভাবে সংসদীয় ব্যাবস্থায় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করেন। দেশটিতে রাজতন্ত্র বিদ্যামান থাকলেও দেশ পরিচালনায় রাজা কোনো হস্তক্ষেপ করেন না। দেশ পরিচালনা করেন প্রধানমন্ত্রী।

আরও খবর