AM-ACCOUNTANCY-SERVICES-BBB

অলংকারী ইউনিয়নে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র ত্রাণ বিতরণ

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জুলাই - ২৫ - ২০২০ | ৯: ০৫ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংকটময় পরিস্থিতি মোকাবেলা ও বন্যার্ত অসহায়-দরিদ্র মানুষের মধ্যে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উদ্যোগে বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের ১২৫টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় ইউনিয়নের হাজী ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে আনুষ্টানিকভাবে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ডাঃ মোহাম্মদ জহিরুল ইসলাম।

অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুজ্জামান সমছুর সভাপতিত্বে ও হাজী মছব্বির আলী ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের প্রভাষক এম এ ওয়াহাব, বিশ্বনাথ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুস শহিদ, অলংকারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সায়েকুর রহমান, সমাজসেবক আব্দুল মতিন, কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, সাবেক মেম্বার তফজ্জুল আলী, হাজী ইয়াছিন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রইছ আলী। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সাইদুর রহমান।

এসময় সমাজসেবক আব্দুস সালাম, হাজী মছব্বির আলী ফাউন্ডেশনের সভাপতি আলী হোসেন, সহ-সভাপতি বাবুল আহমদ, সাংগটনিক সম্পাদক নুরুল আলম, অর্থ সম্পাদক সুয়েব আহমদ, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য সাইদুর রহমান, ইমাদ আহমদ, লাকী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র উদ্যোগে এবার উপজেলার ৮টি ইউনিয়নের ১ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার লামাকাজী, খাজাঞ্চী, রামপাশা, দৌলতপুর, দেওকলস, দশঘর ও সদর ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আরো সংবাদ