AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে সাবেক চেয়ারম্যান রসময় দেব’র পরলোকগমন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ৯ - ২০২০ | ২: ১৬ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলার প্রবীন দলিল লেখক ও সংগঠক রসময় দেব ধৈর্য্য বাবু আর নেই। তিনি শুক্রবার বিকেল ৬টার দিকে সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। দেওকলস ইউনিয়নের মৌজপুর গ্রামের কৃতিসন্তান ব্যক্তিগত জীবনে ১ পুত্র ও ৫ কন্যা সন্তানের জনক ছিলেন। শুক্রবার রাতেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

উপজেলার প্রবীন ব্যক্তিত্ব রসময় দেব ধৈর্য্য বাবুর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিশ্বনাথের বিভিন্নমহলের নেতৃবৃন্দ।

শোক প্রকাশকারীরা হলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান, সুহেল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, সাবেক সভাপতি নিশি কান্ত পাল, সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমান, সংগঠক সুরঞ্জিত বৈদ্য স্মরণ, রিপন দাশ, জ্যোতিশ দাশ প্রমুখ।

আরো সংবাদ