সিলেটে মাদকের টাকা না পেয়ে ঘুমন্ত দাদীকে খুন, নাতি গ্রেফতার

Ayas-ali-Advertise
সিলেটে মাদকের টাকা না পেয়ে ঘুমন্ত দাদীকে খুন, নাতি গ্রেফতার
সিলেটে মাদকের টাকা না পেয়ে ঘুমন্ত দাদীকে খুন, নাতি গ্রেফতার।
সিলেটে মাদকের টাকা না পেয়ে ঘুমন্ত দাদীকে খুন, নাতি গ্রেফতার
সিলেটে মাদকের টাকা না পেয়ে ঘুমন্ত দাদীকে খুন, নাতি গ্রেফতার।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের কানাইঘাটে মাদকের টাকা না পেয়ে ঘুমন্ত অবস্থায় দাদীকে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিনগর ধর্মটিলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নাতি আব্দুস ছামাদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আমিরুন বিবি হারি (৭০) ওই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত আব্দুস ছামাদ একই গ্রামের আকমল হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুস ছামাদ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবনে আসক্ত ছিল। তার বাবা আকমল হোসেন স্ত্রীসহ বিয়ানীবাজারে একটি প্রবাসী পরিবারের বাড়িতে কেয়ারটেকারের কাজ করায় ছামাদ দাদীর সঙ্গেই বসবাস করত। ঘটনার রাতে নেশার টাকা চাওয়াকে কেন্দ্র করে দাদীর সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। দাদী টাকা দিতে অস্বীকৃতি জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।

একপর্যায়ে গভীর রাতে দাদী ঘুমিয়ে থাকার সময় আব্দুস ছামাদ ঘরে ঢুকে ভারী কোনো বস্তু বা লাঠি দিয়ে তাঁর মাথায় একাধিক আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

পরদিন সকালে দীর্ঘ সময় ধরে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরে প্রবেশ করে আমিরুন বিবির রক্তাক্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে কানাইঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সালমান নুর আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তাৎক্ষণিক অভিযানে গ্রাম থেকেই অভিযুক্ত নাতিকে গ্রেফতার করা হয়।

কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত বৃদ্ধার মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক নেশার টাকার জন্য দাদীকে হত্যার কথা স্বীকার করেছে।

প্রতিবেশীরা জানান, ছামাদের মাদকাসক্ত আচরণে পরিবার ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিল। এর আগেও তাকে নিরাময় কেন্দ্রে পাঠানোর বিষয়ে পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪