ফের গ্রেপ্তার বিশ্বনাথের ইয়াবা সম্রাট তবারক

Ayas-ali-Advertise
ফের গ্রেপ্তার বিশ্বনাথের ইয়াবা সম্রাট তবারক
তবারক আলী ওরফে পলিথিন তবারক।
ফের গ্রেপ্তার বিশ্বনাথের ইয়াবা সম্রাট তবারক
তবারক আলী ওরফে পলিথিন তবারক।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথের বহুল আলোচিত মাদক করবারি, ইয়াবা সম্রাট তবারক আলী (৪০) ওরফে পলিথিন তবারককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ২টায় তাকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়। এর আগে রবিবার (১১ জানুয়ারি) মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানিক দল।

পুলিশ সূত্র জানায়, তবারক সিলেটের চিহ্নিত মাদক মাফিয়া। তার বিরুদ্ধে মাদক, চুরি-ছিনতাই ও মারামারিসহ ১৫টি মামলা রয়েছে। এর আগে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করেছিল।

সম্প্রতি আবারও এলাকায় অবস্থান নিয়ে মাদকের কারবার চালিয়ে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে তার বাড়িতে অভিযান চালায় বিশ্বনাথ থানা ও ডিবি পুলিশের যৌথ দল। অভিযানকালে তার অন্য সহযোগিরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা পড়েন তবারক। পরে তাকে আজ বিকেলে গেল বছরের একটি ডাকাতির প্রস্তুতি মামলায় (মামলা নাম্বার-১, তাং-১-৩-২৫ইং) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বিশ্বনাথ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ‘গ্রেপ্তার তবারক আলীকে আমরা সিলেটের আদালতে প্রেরণ করেছি।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪