নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশ্বনাথে ওয়েভের মানববন্ধন-সভা

Ayas-ali-Advertise
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশ্বনাথে ওয়েভের মানববন্ধন-সভা
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশ্বনাথে ওয়েভের মানববন্ধন-সভা।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশ্বনাথে ওয়েভের মানববন্ধন-সভা
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বিশ্বনাথে ওয়েভের মানববন্ধন-সভা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ‘নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) বিশ্বনাথ’-এর উদ্যোগে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে মানববন্ধন এবং পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারী শান্তি সহায়ক দল (ওয়েভ)’র সভাপতি বেগম স্বপ্না শাহীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজেরা বেগমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পিএফজির পিস-অ্যাম্বাসেডর আফিয়া রশিদ।

তিনি বলেন, নারীবান্ধব সমাজ নির্মাণে বৈষম্য ও সহিংসতা দূর করতে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা অপরিহার্য। নারীর মানবাধিকার রক্ষা এবং নারী ও কিশোরীদের ওপর নির্যাতন প্রতিরোধ এখন বিশ্বব্যাপী একটি আন্দোলন। প্রতি বছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি কুদরত পাশা। মানববন্ধন ও আলোচনায় আরও উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন ও আব্দুল মোনিম, প্রভাষক সালমা আক্তার, বিশ্বনাথ পিএফজির নারী অ্যাম্বাসেডর নাসরিন জাহান, কো-অর্ডিনেটর সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, ইয়ুথ ফোরামের শাহ টিপু, আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪