সিলেটে একটি সরকারি অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইটি যানই পুরোপুরি পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স এবং কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে—দুটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক হাসপাতালের পার্কিংয়ে এসে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত সদস্য জুনাইদ জানান, রাত ৩টা ১৫ মিনিটে শামসুদ্দিন হাসপাতালের অ্যাম্বুলেন্সে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে এনে স্টেশনে ফিরে আসে।
তিনি আরও বলেন, ওই ঘটনার কিছুক্ষণ পর রাত ৩টা ৫০ মিনিটে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত সেখানে গিয়ে আগুন নেভান।
ফায়ার সার্ভিসের ফায়ার লিডার মোহাম্মদ ফজল মিয়া জানান, শামসুদ্দিন হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি সচল অবস্থায় ছিল এবং আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যদিকে কুমারগাঁওয়ের বাসটি পরিত্যক্ত ছিল। তারা বাসটির গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে। ফায়ার সার্ভিস সময়মতো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্তের কাজ চলছে।
আরোও পড়ুন:: নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল মেডিকেল ছাত্রীর মরদেহ।







