আসন্ন বিপিএল ২০২৫-২৬ মৌসুমের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মালিকানা পরিবর্তন হলেও নিয়ম অনুযায়ী পুরোনো দলের নাম অপরিবর্তিত থাকছে। তবে যেসব দল নতুনভাবে যুক্ত হয়েছে, তাদের নতুন নাম প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
চলতি বছরের ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত চলতে পারে বিপিএলের ১২তম আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি বিবেচনায় রেখে আয়োজক কমিটি এই সম্ভাব্য সূচি নির্ধারণ করেছে।
বিসিবির বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে দলগুলোর নাম চূড়ান্ত করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস আগের নামেই অংশ নেবে। তবে নতুন রূপে মাঠে নামছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। চট্টগ্রামের নতুন নাম হয়েছে ‘চিটাগং রয়েলস’, রাজশাহীর নাম ‘রাজশাহী ওয়ারিয়র্স’ এবং সিলেটের নাম ‘সিলেট টাইটানস’।
সাম্প্রতিক মালিকানা পরিবর্তনের পর নতুন পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানাও নির্ধারিত হয়েছে—
রংপুর রাইডার্স: টগি স্পোর্টস (বসুন্ধরা গ্রুপ)
ঢাকা ক্যাপিটালস: চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)
চিটাগং রয়েলস: ট্রায়াঙ্গাল সার্ভিস
রাজশাহী ওয়ারিয়র্স: নাবিল গ্রুপ
সিলেট টাইটানস: ক্রিকেট উইথ সামি
এই পরিবর্তনের মাধ্যমে বিপিএলের আসন্ন মৌসুমে পুরোনো দলগুলোর পাশাপাশি নতুন নামে ও নতুন উদ্যমে মাঠে নামবে তিনটি শহরের দল।
চূড়ান্ত পাঁচ ফ্র্যাঞ্চাইজি হলো—
১. রংপুর রাইডার্স
২. ঢাকা ক্যাপিটালস
৩. সিলেট টাইটানস
৪. রাজশাহী ওয়ারিয়র্স
৫. চিটাগং রয়েলস
বিপিএলের এই নতুন কাঠামোকে ঘিরে ইতোমধ্যে ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা। এখন নজর টুর্নামেন্টের উদ্বোধনের দিনক্ষণে।









