বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র অনুশীলন মাঠের উদ্বোধন

Ayas-ali-Advertise
বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র অনুশীলন মাঠের উদ্বোধন
বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র অনুশীলন মাঠের উদ্বোধন।
বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র অনুশীলন মাঠের উদ্বোধন
বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র অনুশীলন মাঠের উদ্বোধন।
Facebook
Twitter
WhatsApp

‘কেক কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে’ সিলেটের বিশ্বনাথে ‘বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র অনুশীন মাঠের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌর শহরের চান্দশীকাপন গ্রাম এলাকায় (মর্নিং স্টার একাডেমী সংলগ্ন) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএফসির অনুশীলন মাঠের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ্যাডমিনিস্ট্রেটর টেকনিক্যাল ডিপার্টমেন্ট ডিরেক্টর মাহবুব আলম পলো। উদ্বোধকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলকিপার কোচ ও তারকা গোলরক্ষক এবং দক্ষিণ এশিয়ার সাফ টুর্ণামেন্টের সর্বাধিক অংশগ্রহণকারী খেলোয়াড় বিপ্লব ভট্টাচার্য্য।

বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র সভাপতি ওয়াসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি আরকুম আলীর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট ডিস্ট্রিক ফুটবল এসোসিয়েশনের সদস্য আজিজুর রহমান মিটন, সুনামগঞ্জ জেলা ফুটবল দলের প্রধান কোচ রুহুল আমিন রাহুল, সিলেট বিভাগীয় অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের কোচ সালা উদ্দিন আহমদ রাজু, বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমীর প্রধান কোচ হাবিবুর রহমান রিপন, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সভাপতি তারেক আহমদ খজির, বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমী’র বাংলাদেশ শাখার উপদেস্টা মন্ডলীর সদস্য আলমগীর হোসেন, সহ সভাপতি মুহিব উদ্দিন সুজেদ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমীর বাংলাদেশ কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ। এসময় অনুষ্ঠানে বিএফসি স্পোর্টিং ক্লাব ফুটবল একাডেমীর কর্মকর্তা-খেলোয়াড় ও ক্রীড়া ব্যক্তিত্ব’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪