আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বালাগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান তাঁর কার্যালয়ে এ মতবিনিময় করেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং বালাগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, সদস্য আতাউর রহমান কাওছার এবং হোসাইন আহমদ জাহিদ।
বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বালাগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বালাগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) বাদ জোহর উপজেলা সদরস্থ ডিএন সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, সদস্য আতাউর রহমান কাওছার এবং হোসাইন আহমদ জাহিদসহ স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমরানুল হক।







