সিলেটের যাত্রী ছাউনিতে মিলল পেট্রোল বোমা ও পাইপগান

Ayas-ali-Advertise
সিলেটের যাত্রী ছাউনিতে মিলল পেট্রোল বোমা ও পাইপগান
সিলেটের যাত্রী ছাউনিতে মিলল পেট্রোল বোমা ও পাইপগান।
সিলেটের যাত্রী ছাউনিতে মিলল পেট্রোল বোমা ও পাইপগান
সিলেটের যাত্রী ছাউনিতে মিলল পেট্রোল বোমা ও পাইপগান।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের দক্ষিণ সুরমায় একটি যাত্রী ছাউনি থেকে পেট্রোল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। উদ্ধারকৃত এসব বিস্ফোরক ও অস্ত্র নাশকতার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে সংস্থাটি। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব জানায়, সোমবার (৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি দল দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও এলাকার একটি যাত্রী ছাউনিতে অভিযান চালায়। সেখানে পড়ে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান এবং পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও পেট্রোল বোমার সঙ্গে কারা জড়িত এবং এগুলোর উদ্দেশ্য কী—তা উদঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে র‍্যাব।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও বোমা সাধারণ ডায়েরির মাধ্যমে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪