সিলেটের বিশ্বনাথের ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে উপস্থিত হন। রাত ৮টায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এরপর প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত ইন্তেকালকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত সাংবাদিকদের পেশাগত অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের রাজা চার্লস মনোনীত উইল্টশায়ার কাউন্টির ডেপুটি লেফটেন্যান্ট মাকরাম আলী আফরোজ, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষানুরাগী, প্রবাসী সংগঠনের প্রতিনিধি, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
বক্তারা বক্তব্যে বিশ্বনাথ প্রেসক্লাবের ৪৩ বছরের গৌরবময় পথচলার প্রশংসা করেন এবং সমাজের সত্য তুলে ধরতে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নৈতিক সাংবাদিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।






