সিলেটের বিশ্বনাথ উপজেলায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে বিয়াম ফাউন্ডেশনের প্রাথমিক বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশব্যাপী একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষার অংশ হিসেবে বিশ্বনাথেও নির্ধারিত কেন্দ্রে অংশ নেয়।শিক্ষার্থীরা।
বিয়াম ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে রোববার (২১ ডিসেম্বর) ও সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত দুই দিনব্যাপী পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক উম্মে কুলসুম রুবির নেতৃত্বে একটি চার সদস্যের ব্যবস্থাপনা কমিটি কাজ করে। কমিটির সদস্য সচিব ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরী। এ ছাড়া কমিটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ লুৎফুর রহমান এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহীন মাহবুব অন্তর্ভুক্ত ছিলেন।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধরের তত্ত্বাবধানে পরীক্ষা পরিচালিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম রুবি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা শেষে বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল ও বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মণিকাঞ্চন চৌধুরী জানান, নির্ধারিত নিয়মনীতি মেনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এ বছর তাদের কেন্দ্র থেকে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
আরোও পড়ুন:: বিশ্বনাথে খেলাফত মজলিসের বিজয় র্যালী ও পথসভা অনুষ্ঠিত।






