ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর সেন্টার কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ বিএনপি নেতা মশাহিদ খানের সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কাওছার খানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা মুমিন খান মুন্না।
বক্তব্যে তারা বলেন, ‘শ্রীধরপুর সেন্টার এম. ইলিয়াস আলীর ঘাঁটি। এ সেন্টারে সবসময়য়ই ধানের শীষ প্রতিক বিপুল ভোটে বিজয়ী হয়। আগামী নির্বাচনেও এ সেন্টারে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা জয়লাভ করবেন-ইনশাআল্লাহ।’
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহপ্রচার সম্পাদক কয়েছ শিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আজমল খান, রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সিরাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নিজাম উদ্দিন, সাবেক ছাত্রনেতা স্বপন লাল দে, যুবনেতা আবদুল মুমিন, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।
সভায় শ্রীধরপুর, মশুলা, গড়গাঁও, আগনশাসন, কাউপুর, গঙ্গাধরপুর, ভাগমতপুর, বজ্রকোনা গ্রামের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সভা শেষে মুমিন খান মুন্নাকে আহ্বায়ক ও কাওছার খানকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট ধানের শীষ প্রতীকের শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টার কমিটি গঠন করা হয়।





