মাদক মামলায় পলাতক ব্যক্তিকে বিশ্বনাথ থেকে ধরল র‌্যাব

Ayas-ali-Advertise
মাদক মামলায় পলাতক ব্যক্তিকে বিশ্বনাথ থেকে ধরল র‌্যাব
মাদক মামলায় পলাতক ব্যক্তিকে বিশ্বনাথ থেকে ধরল র‌্যাব।
মাদক মামলায় পলাতক ব্যক্তিকে বিশ্বনাথ থেকে ধরল র‌্যাব
মাদক মামলায় পলাতক ব্যক্তিকে বিশ্বনাথ থেকে ধরল র‌্যাব।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে উপজেলার খাজাঞ্চী রোডের আবিদ ভেরাইটিজ স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মাসুক মিয়া (৫৭)। তিনি ঢাকার সাভার থানার দক্ষিণ কাঞ্চনপুর এলাকার মো. আব্দুর রউফের পুত্র।

র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৯, সিলেট এবং র‌্যাব-১ সিপিএসসি, গাজীপুরের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আবিদ ভেরাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এসময় ঢাকা জেলার সাভার থানার এফআইআর নং-৫(১১)১৯; ধারা—২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৮(গ) অনুযায়ী মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুক মিয়াকে গ্রেপ্তার করা হয়। পলাতক মাসুক মিয়া সিলেটের বিশ্বনাথে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪