সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী নগর) আসনের হাতপাখার প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ ও ওসমানী নগর উপজেলা শাখার আয়োজনে, বিশ্বনাথ বাজারস্থ এক মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের হাতপাখার প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ করা হয়।
বিশ্বনাথ উপজেলা সভাপতি মুহাম্মদ আমির উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হুসাইন আহমেদ ও ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি সাহেদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক দ্বীনি সংগঠন কেন্দ্রীয় কমিটি আলহাজ্ব ইসহাক আহমদ , কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আরিফুল ইসলাম শামিম, উপদেষ্টা আইএবি বিশ্বনাথ উপজেলা মাওলানা ফয়জুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার, বামুক সদর সিদ্দিকুর রহমান, বামুক সেক্রেটারি সাদেক আলী, পৌর সভাপতি রিয়াজুল ইসলাম, পৌর সেক্রেটারি নুরুজ্জামান খালেদসহ, বিশ্বনাথ ও ওসমানী নগর উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ।
আরও পড়ুন:: বিশ্বনাথে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত