সিঙ্গাপুরের মাটিতে উড়ল লাল-সবুজের পতাকা। এশিয়ান কাপ আরচারির রিকার্ভ পুরুষ এককে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের আবদুর রহমান আলিফ। টানটান উত্তেজনার ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে দেশের ক্রীড়াঙ্গনে যুক্ত করলেন নতুন এক গৌরবগাথা।
প্রথম দুই সেটে দারুণ শুরু করেন আলিফ। তবে হাল ছাড়েননি গাকুতো। পরের দুটি সেট জিতে ম্যাচে ফেরেন জাপানি আরচার। এরপর চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো, ফলে লড়াই গড়ায় পঞ্চম সেটে। সেখানেই নির্ধারক শটে ২৯-২৬ পয়েন্টে গাকুতোকে পেছনে ফেলেন আলিফ।
আন্তর্জাতিক মঞ্চে আগেও অংশ নিয়েছেন আলিফ। খেলেছেন বিশ্বকাপ, এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, গ্রাঁ প্রিঁর মতো প্রতিযোগিতায়। তবে সাফল্য ধরা দেয়নি এত দিন। এবার মিলল কাঙ্ক্ষিত পদক, তাও আবার স্বর্ণ।
সোনা জয়ের পর আবেগ ছুঁয়ে যায় আলিফকে। মাঠেই জড়িয়ে ধরেন তাঁর জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে। ছয় বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও এশিয়ান আর্চারির চূড়ায় উঠল বাংলাদেশ।
আরও পড়ুন:: কাতার জাতীয় ফুটবল দলে জায়গা পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাবিল।