গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ, ভারতসহ ১৪টি দেশের জন্য ভিসা নীতিতে কিছু পরিবর্তন এনেছে সৌদি আরব। সে সময় সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এ দেশগুলোর নাগরিকদের জন্য ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা প্রবর্তন করবে, যার মাধ্যমে তারা একবারে দেশটিতে প্রবেশ করতে পারবেন।
তবে হজের মৌসুমে বাংলাদেশসহ এসব দেশগুলোর নাগরিকদের জন্য সৌদি আরব নতুন ভিসা সংক্রান্ত ‘সাময়িক নিষেধাজ্ঞা’ জারি করেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এসব দেশের নাগরিকদের জন্য ‘ওয়ার্ক ভিসা’ কার্যক্রম বর্তমানে স্থগিত রাখা হয়েছে।
ভারতের সরকারি বার্তাসংস্থা পিটিআই সূত্রে শনিবার (৭ জুন) বাসস এই তথ্য জানিয়েছে।
এ তালিকায় বাংলাদেশ, ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবিয়া, কেনিয়া ও তুরস্ক। সাধারণত এসব দেশ থেকে নাগরিকরা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে চলে আসেন।
সরকারি সূত্রের মতে, হজের সময় অতিরিক্ত জনসমাগম ঠেকাতে এই সাময়িক পদক্ষেপ নেয়া হয়েছে।
এদিকে, ফেব্রুয়ারিতে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, এসব ১৪টি দেশের নাগরিকদের জন্য সিঙ্গল এন্ট্রি ভিসা ইস্যু করা হবে, যার মেয়াদ থাকবে ৩০ দিন। এর মাধ্যমে ওই দেশের নাগরিকরা একবারে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এর আগে অনেক নাগরিক হজের নাম দিয়ে মক্কায় গিয়ে অতিরিক্ত জমায়েত সৃষ্টি করতেন, যা পরিস্থিতি জটিল করে তুলতো। এসব সমস্যা সমাধানে নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
আরও পড়ুন:: সিটি মিনিস্টার পদ ছাড়লেন টিউলিপ সিদ্দিক।