ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্বনাথে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, উপকৃত ৫ শতাধিক মানুষ

Ayas-ali-Advertise
ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্বনাথে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, উপকৃত ৫ শতাধিক মানুষ
ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্বনাথে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, উপকৃত ৫ শতাধিক মানুষ।
ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্বনাথে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, উপকৃত ৫ শতাধিক মানুষ
ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে বিশ্বনাথে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা, উপকৃত ৫ শতাধিক মানুষ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ঝড়-বৃষ্টির মাঝেও মানবসেবায় পিছিয়ে থাকেননি প্রবাসী উদ্যোগে গঠিত ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’। সংস্থাটির উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে সেবা পেয়েছেন আরও পাঁচ শতাধিক অসহায়-দরিদ্র মানুষ। মঙ্গলবার (২০ মে) উপজেলার চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে বেসরকারি সংস্থা ‘বার্ড’।

এদিন ক্যাম্পে আগত রোগীদের মধ্যে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ঔষধ, চশমা বিতরণ করা হয়। পাশাপাশি ৩৩ জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা নেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে।

চক্ষু চিকিৎসা ক্যাম্প উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন।

ট্রাস্টের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ট্রাস্ট ইউকে’র সহকারী ট্রেজারার আব্দুল হামিদ খান সুমেদ, ইসি মেম্বার হানিফ আহমদ খান, ট্রাস্টি শেখ কদর আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্টাচার্য্য, ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার শফিক আহমদ পিয়ার ও ৮নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম আজাদ।

অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মোস্তাফিজুর রহমান, স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুল ওয়াসে এবং দোয়া পরিচালনা করেন মাওলানা লুৎফুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি হাজী জুনাব আলী, বেলাল আহমদ, রজব আলী রাজু ও আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ট্রাস্টের বাংলাদেশ কমিটির নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশমাতৃকার টানেই প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ২০১০ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্ট শিক্ষা ও মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, এর আগেও গত ১৭ মে (শনিবার) উপজেলার দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ট্রাস্টের ৫ম ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে আরও ৫ শতাধিক মানুষ সেবা গ্রহণ করেছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪