বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

Ayas-ali-Advertise
বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
বিশ্বনাথে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বিকেল ৪টা থেকে ৪টা ২০ মিনিটের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো—মাধবপুর গ্রামের মৃত রোশন আলী ও রীনা বেগম দম্পতির পুত্র সামাদ (৮) এবং হাবিবুর রহমান ও শামীমা বেগম দম্পতির পুত্র আল আমিন (৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে সামাদ ও আল আমিন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের মাধবপুর গ্রামে নিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। এরপর দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে সামাদের মা রীনা বেগম খুঁজতে বের হন। একপর্যায়ে তিনি পুকুরের পানিতে নেমে তাদের ডুবন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে স্বজনরা শিশু দুটিকে উদ্ধার করে উপরে তোলেন। পরে স্থানীয়রা তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, “পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪