সিলেটের জকিগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিপন বিশ্বাস (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিপন জকিগঞ্জের কেরাইয়া গ্রামের বাসিন্দা বাবুল বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিপন নিজ বাড়িতে চার্জে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার সংযোগ খুলতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় তদন্ত করে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:: বালাগঞ্জে দু পক্ষের সংঘর্ষে আহত ব্যাক্তির মৃত্যু প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ।