সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১১ মে) ভোররাতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন—চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আইটপাড়া এলাকার নাজিম উদ্দিন (২৭), সিলেটের পাঠানটুলা এলাকার কাউসার আহমদ (৩০), হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার হরিপুর এলাকার রাজু মিয়া (২১), মোগলাবাজার থানার সিলাম মাঝপাড়া এলাকার শুভ আহমদ (২৬), কোতোয়ালী থানার বেতেরবাজার এলাকার স্বপন আহমদ (২৫) এবং কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার নান্দিনা এলাকার সাগর মিয়া (৩০)।
পুলিশ জানায়, বন্দরবাজারের কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে ১২-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ছয়জনকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকি সদস্যরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি ধারালো চাকু, একটি রামদা ও একটি বড় ছুরি জব্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।