সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার

Ayas-ali-Advertise
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার।
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু বুধবার।
Facebook
Twitter
WhatsApp

আগামী বুধবার (১৪ মে) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মদিনার উদ্দেশ্যে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি যাত্রা করবে। চলতি বছর সিলেট থেকে পাঁচটি সরাসরি ফ্লাইটে মোট ২ হাজার ৯৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার শনিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তথ্য অনুযায়ী, ১৪ মে প্রথম ফ্লাইটটি মদিনা গমন করবে। পরবর্তী চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যদিও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় অনেক যাত্রীর ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকায় সম্পন্ন হয়, সিলেট থেকে যাত্রাকারীদের ক্ষেত্রে সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে কার্যক্রম সম্পন্ন হবে।

জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, সিলেটের হজযাত্রীদের সুবিধার্থে এবার পাঁচটি ফ্লাইট সরাসরি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ফ্লাইট সরাসরি মদিনায় যাবে, বাকি চারটি যাবে জেদ্দায়।

এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সিলেট জোনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান জানান, হজ ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এ বছর কোনো ধরনের জটিলতা হয়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪