সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় কুশিয়ারা পাড়ের হাজার হাজার মানুষকে বারবার দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। বালাগঞ্জের শত শত পরিবার নদী ভাঙ্গনের শিকার হয়ে বাড়ি-ঘর ছেড়ে যেতে হচ্ছে। ইনশা আল্লাহ, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কুশিয়ারা নদীর ভাঙ্গন প্রতিরোধ এবং এই এলাকার মানুষের সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেয়া হবে। বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুরে গত বুধবার (০৭ মে) কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙ্গনে ধ্বসে পড়া সেতু ও সড়ক এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আজ শনিবার (১০ মে) বিকালে বালাগঞ্জের খসরুপুর জিসি বালাগঞ্জ সড়কের দুর্যোগকবলিত ওই এলাকা পরিদর্শন শেষে এলাকাবাসী এবং সাংবাদিকদের সাথে আলাপকালে আরও বলেন, ২০০১ সালে ক্ষমতাগ্রহণের পর বিএনপি সরকারের আমলে তৎকালিন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান এবং সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর উদ্যোগে এই কুশিয়ারা ডাইক নির্মাণ করা হয়।
কিন্তু বিগত আওয়ামীলীগের আমলে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় বালাগঞ্জবাসী বারবার দুর্যোগের মুখোমুখি হচ্ছেন। তিনি অবিলম্বে পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সড়ক ও সেতু নির্মাণসহ এলাকার যোগাযোগ ব্যবস্থা পুনস্থাপনের দাবি জানান।
পরিদর্শনকালে বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-প্রচার সম্পাদক শাহিন আলম জয়, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম জিতু, সাবেক সহ-সভাপতি আফাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সেফুল, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : বালাগঞ্জ উপজেলা সদর থেকে ওসমানীনগর উপজেলার শেরপুর পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার এ সড়কের মধ্যবর্তী ফাজিলপুরে গত ৭মে সেতুসহ সড়ক ধ্বসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে স্থানীয় পূর্ব পৈলনপুর, বালাগঞ্জ সদর, ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আরও পড়ুন:: ডা. জোবাইদা রহমানের নিজ গ্রামে স্বাগত মিছিল, মিষ্টি বিতরণ