বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে এক লাখ ৮০ হাজার জনকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য উপযুক্ত হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করেছে মিয়ানমার সরকার।
ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার এক দ্বিপাক্ষিক বৈঠকে এই তথ্য জানানো হয়। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান এবং মিয়ানমারের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ উপস্থিত ছিলেন।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয় ধাপে প্রায় আট লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে সরবরাহ করে বাংলাদেশ। এর মধ্যে এখন পর্যন্ত এক লাখ ৮০ হাজার জনকে যাচাই-বাছাই শেষে ফেরত পাঠানোর উপযোগী মনে করেছে দেশটি।
এছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গার তথ্য চূড়ান্ত যাচাইয়ের আওতায় রয়েছে। তাদের নাম ও ছবি নিয়ে অতিরিক্ত পর্যবেক্ষণ প্রয়োজন বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ।
মিয়ানমার সরকার বৈঠকে জানিয়েছে, তালিকায় থাকা বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই-বাছাইও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের।
এ সময় ড. খলিলুর রহমান সম্প্রতি মিয়ানমারে সংঘটিত ভূমিকম্পে নিহতদের প্রতি শোক প্রকাশ করেন এবং জানান, বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের সহায়তায় অতিরিক্ত মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত।