সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র আয়োজনে অনুষ্ঠিত ‘২য় আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট’-এর শিরোপা জিতেছে দশঘর ইউনিয়ন ফুটবল দল। ফাইনাল ম্যাচে ট্রাইবেকারে অলংকারী ইউনিয়ন ফুটবল দলকে ৪-৩ ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন তারা।
বিশ্বনাথ পৌর শহরের পশ্চিম চান্দশিরকাপন মোহামেডান মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে দশঘর ইউনিয়নের গোলরক্ষক আলী আহমদ ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ ১ লক্ষ টাকা ও একটি ট্রফি এবং রানার্স-আপ দলকে ৫০ হাজার টাকা ও একটি ট্রফি প্রদান করা হয়।
সংগঠনের বাংলাদেশ শাখার সমন্বয়ক কমিটির সদস্য তারেক আহমদ খজিরের সভাপতিত্বে এবং দেলওয়ার হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ক্রীড়ানুরাগী ফারুক আহমদ, যুক্তরাষ্ট্র প্রবাসী মুজিব আহমদ মনির, যুক্তরাজ্য প্রবাসী শাহ সমুজ আলী, সুহেল আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার নূর মিয়া, সাবেক ফুটবলার জসিম উদ্দিন জুনেদ, সাদেক আলী।
এসময় অনুষ্ঠানে ‘বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে’র বাংলাদেশ শাখার সমন্বয়ক কমিটির সদস্য হেলাল আহমদ মেম্বার, সাঈম উদ্দিন, সাহাব উদ্দিন সাবুল, ওয়াসিম উদ্দিন, মামুন খান, লিটন মিয়া, সুহেল মিয়াসহ বিভিন্ন শ্রেণী- পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন :: ‘স্পোর্টস সেন্টার বিশ্বনাথ’র উদ্বোধন।