সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ ও অর্ধ লক্ষাধিক দর্শক সমাগমের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র ৫ম আসর। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌরসভার শ্রীধরপুর গ্রামের মাঠে প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় মাসব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে পাঁচ ভাই রেস্টুরেন্ট লন্ডন-চাঁনপুর একাদশ (বিশ্বনাথ) ২-১ গোলে বিলাল এফসি সাতপাড়া (বিশ্বনাথ) দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দল নগদ ৩ লক্ষ টাকা ও একটি ট্রফি অর্জন করে। আর রানার্স-আপ দল পায় নগদ ২ লক্ষ টাকা ও একটি ট্রফি। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মধ্য আফ্রিকার কঙ্গো থেকে আসা পাঁচ ভাই রেস্টুরেন্ট লন্ডন-চাঁনপুর একাদশ (বিশ্বনাথ)-এর ফুটবলার সুলেমান কিংস।
এই ফাইনাল খেলায় বিশ্বনাথের স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বাংলাদেশ জাতীয় দল ও নাইজেরিয়া, কঙ্গো, ঘানা, আইভরিকোস্ট এবং ক্যামেরুন থেকে আসা আন্তর্জাতিক খেলোয়াড়রা অংশগ্রহণ করেন, যা টুর্নামেন্টকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সিলেট-২ আসনের সাবেক এমপি নিখোঁজ এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী। তিনি বলেন, “হারিয়ে যেতে বসা ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমাদের সন্তানদের সৎ ও নিষ্ঠাবান হিসেবে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সঙ্গে যুক্ত রাখা প্রয়োজন। তরুণ প্রজন্ম আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে, তাই তাদের সুশিক্ষার পাশাপাশি শরীর গঠনের জন্য খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। শুধু বিদেশ যাওয়ার চিন্তা না করে শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে।” তিনি আরও বলেন, “এম. ইলিয়াস আলীর আদর্শ ধারণ করে বিশ্বনাথকে একটি ক্রীড়াবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে প্রবাসী, বিত্তবান ও রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে। কারণ উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে।”
টুর্নামেন্টের অন্যতম অর্থদাতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, চেম্বার অব কমার্স লন্ডন রিজওয়নের সদস্য ও টুর্নামেন্টের অন্যতম অর্থদাতা তোফাজ্জল আলম তোফায়েল। স্বাগত বক্তব্য রাখেন ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র প্রধান সমন্বয়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না।
এই টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল দর্শকদের জন্য র্যাফেল ড্র, যেখানে উপজেলার রামপাশা ইউনিয়নের দশদল কাদিপুর গ্রামের কামরান আহমদ ১ লক্ষ টাকা পুরস্কার জিতে নেন।
টুর্নামেন্টের ৫ম আসর সফলভাবে সম্পন্ন হওয়ার পরপরই শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে আয়োজকরা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী ৬ষ্ঠ আসর আরও জাঁকজমকভাবে আয়োজনের ঘোষণা দেন। আয়োজক কমিটি জানায়, ৬ষ্ঠ আসরে আরও অনেক নতুনত্ব যুক্ত করা হবে। উল্লেখযোগ্য চমক হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫ লক্ষ টাকা ও একটি ট্রফি, আর রানার্স-আপ দল পাবে নগদ ৩ লক্ষ টাকা ও একটি ট্রফি। প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার থাকবে, পাশাপাশি দর্শকদের জন্য থাকবে র্যাফেল ড্র ও সেরা দর্শকের জন্য বিশেষ পুরস্কার।
টুর্নামেন্টের অন্যতম অর্থদাতা ও চেম্বার অব কমার্স লন্ডন রিজওয়নের সদস্য তোফাজ্জল আলম তোফায়েলের সভাপতিত্বে এবং সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য নবীন সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টুর্নামেন্টের অর্থদাতা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, টুর্নামেন্টের অর্থদাতা আবুল কালাম, খলি মিয়া, রাসেল আহমদ, বিশ্বনাথ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, ধারাভাষ্যকার আব্দুল আহাদ, উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি বাবরুছ আলী, শ্রীধরপুর জনতা সংঘের সাধারণ সম্পাদক কয়েছ শিকদার।
আরোও পড়ুন:: বিশ্বনাথ উপজেলা বালক দল চ্যাম্পিয়ন ও বালিকা দল রানার্সআপ অর্জন।