না ফেরার দেশে জয়ন্ত আচার্য্য, বিভিন্ন মহলের শোক

Ayas-ali-Advertise
না ফেরার দেশে জয়ন্ত আচার্য্য, বিভিন্ন মহলের শোক
না ফেরার দেশে জয়ন্ত আচার্য্য, বিভিন্ন মহলের শোক
না ফেরার দেশে জয়ন্ত আচার্য্য, বিভিন্ন মহলের শোক
না ফেরার দেশে জয়ন্ত আচার্য্য, বিভিন্ন মহলের শোক
Facebook
Twitter
WhatsApp

বিশিষ্ট সংগঠক জয়ন্ত আচার্য্য পরলোকগমন করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালীজুড়ি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ভাই-বোন, স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে কালীজুড়ি শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

জয়ন্ত আচার্য্য উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সহ-সভাপতি এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন—শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রহলাদ চন্দ্র দেব, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সভাপতি পিনাক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, যুগ্ম সম্পাদক কাজল মালাকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দন দেব, উপজেলা যুব ঐক্যের সভাপতি অজয় দেব, সহ-সভাপতি বিজয় চন্দ্র দে, সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, উপজেলা ছাত্র ঐক্যের সভাপতি অমিত দেব, সাধারণ সম্পাদক রাশেন্দ্র দাশ রাজিবসহ আরও অনেকে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪