বিশ্বনাথের পনাউল্লাহ বাজারে ‘ওয়ালটন’র শোরুম উদ্বোধন

Ayas-ali-Advertise
পনাউল্লাহ বাজারে 'ওয়ালটন'র শোরুম উদ্বোধন
পনাউল্লাহ বাজারে 'ওয়ালটন'র শোরুম উদ্বোধন।
পনাউল্লাহ বাজারে 'ওয়ালটন'র শোরুম উদ্বোধন
পনাউল্লাহ বাজারে 'ওয়ালটন'র শোরুম উদ্বোধন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজার পয়েন্ট সংলগ্ন করিমুন নেছা মার্কেটে জমকালো আয়োজনের মধ্যদিয়ে উদ্বোধন করা হয়েছে দেশসেরা ব্র্যান্ড ‘ওয়ালটন’-এর শোরুম। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ফিতা কেটে শোরুম উদ্বোধন করেন সিলেট জেলা জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. খালেদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মোজাম্মেল হোসেন, ব্যবসায়ী শিশু মিয়া, আব্দুল বারী, মো. সফিক মিয়া, মুহিন মিয়া, তুরন মিয়া, কামাল মিয়া, আহমদ আলী, আজির খা, রুমেল মিয়া, আদহাম হোসেন প্রমূখ।

এরপূর্বে উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-প্রেসবিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪