বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বালাগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরস্থ এম.এ খান অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মুহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি এবং ফয়ছল আহমদকে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ।
মো. আমির আলী ও ফয়ছল আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, বালাগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট রহমত আলী, সাবেক শিবির নেতা, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা এইচ.এম রেদওয়ান আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ক্বারী মাওলানা তরিকুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হাফিজ আতিকুল ইসলাম, ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি আব্দুল মুমিন, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি আলী হুসেন, বালাগঞ্জ উপজেলার শাখার সাবেক সভাপতি জুলেখ মিয়া, জামায়াত নেতা দেলওয়ার আল হোসাইন, ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম, ছাত্রনেতা আবেদ আলী।
উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জিল্লুুল হক চৌধুরী, আব্দুস সবুর, মাস্টার আব্দুন নূর, ডা. জালাল আহমদ, জামায়াত নেতা হেলাল আহমদ, শাহ আলম, মারুফ আহমদ লিয়াকত, মকসুদুল ইসলাম, হাবিবুর রহমান মুহিব, কামরুল ইসলাম লালন, রুহিন আহমদ, সাইফুর রহমান, নাজমুল ইসলাম প্রমুখ।
আরোও পড়ুন::: মোরারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী তেরা মিয়ার ইন্তেকাল