বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি ফলাফল: এবারে বৃত্তি পেল যারা

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি ফলাফল: এবারে বৃত্তি পেল যারা
বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের তৃতীয় ।মেধাবৃত্তি ফলাফল: এবারে বৃত্তি পেল যারা।
বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি ফলাফল: এবারে বৃত্তি পেল যারা
বিশ্বনাথে ডেফোডিল এসোসিয়েশনের তৃতীয় ।মেধাবৃত্তি ফলাফল: এবারে বৃত্তি পেল যারা।
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথে ডেফোডিল অ্যাসোসিয়েশনের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত হয়েছে। পৌর এলাকার ডেফোডিল অ্যাসোসিয়েশন কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন সংগঠনের সভাপতি ও বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক এমদাদ হোসেন নাঈম।

ঘোষিত ফলাফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন:

  • প্রথম গ্রেডে ১ম স্থানধারী ৮৫০৫৩।
  • দ্বিতীয় গ্রেডে ১ম ৮৫০৬৩, ২য় ৮৫০৪৪।
  • তৃতীয় গ্রেডে ১ম থেকে ৭ম পর্যন্ত ক্রমানুসারে ৮৫০০৩, ৮৫১৮২, ৮৫০১৯, ৮৫০৯৩, ৮৫০০৫, ৮৫১৬৫, ৮৫১৮৪।

বিশেষ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা হলেন-

৮৫০৯৪, ৮৫১৪৬, ৮৫০৫৫, ৮৫০৯৫, ৮৫০০৬, ৮৫০৩৪, ৮৫১৫৭, ৮৫০১৩, ৮৫১২০, ৮৫০৮৬, ৮৫১২৫, ৮৫১২২, ৮৫০২০৩, ৮৫০৯৬, ৮৫১৬৭, ৮৫০৩৯, ৮৫১৫৮, ৮৫০৬৯, ৮৫১১২, ৮৫১১৯, ৮৫০২৮, ৮৫১০৫, ৮৫০২০, ৮৫০৮৫, ৮৫০২২, ৮৫১৮৭, ৮৫০০২, ৮৫১১৫, ৮৫০৫৮, ৮৫০০১, ৮৫০০৪, ৮৫১৮১, ৮৫০০৫, ৮৫১৪৯, ৮৫১২৪, ৮৫১২৮, ৮৫১০০, ৮৫০৯৯, ৮৫১৪৩, ৮৫০১৫, ৮৫০৯১, ৮৫১২৭, ৮৫১৫২, ৮৫১০৪, ৮৫১৮০, ৮৫০০৮, ৮৫০২৭, ৮৫০৬৫, ৮৫১৭১, ৮৫০২৯।

প্রতিষ্ঠানটির ইতিহাস ও লক্ষ্য সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য হলো, ২০০৬ সালে বিশ্বনাথ উপজেলার তরুণদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ডেফোডিল অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী শিক্ষা ও জনকল্যাণমূলক সামাজিক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক, শিক্ষা ও ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

এ ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল বিদ্যালয়ে উপজেলার ৬০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বৃত্তি পরীক্ষার প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি কম্পিউটারসহ শিক্ষা সামগ্রী। এছাড়াও উত্তীর্ণ সকল শিক্ষার্থীর জন্য রয়েছে শিক্ষা সামগ্রীসহ আকর্ষণীয় পুরস্কার।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪