আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা
আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা।
আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা
আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত এই বৃত্তি পরীক্ষায় খাজাঞ্চী ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি কিন্ডারগার্টেন এবং ৩টি মাদ্রাসার ইবতেদায়ী শাখাসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে বিভিন্ন সময়ে হল কেন্দ্র পরিদর্শন করেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন সিদ্দিকী, ছহিফাগঞ্জ সুলতানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রউফ,আলহাজ্ব তাহির আলী সকরকারী উচ্চ বিদ্যালয়ের সরকারী শিক্ষক আজম আলী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আব্দুস সালাম সালেহী, দক্ষিণ সুরমার সিরাজ উদ্দিন আহমদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোকাব্বির আলী, হাজী হামিদ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রব রাজু, ইসলামী ব্যাংক কামাল বাজার এজেন্ট ব্যাংকিংয়ের ডেপুটি ইন চার্জ আনোয়ার হোসেন, শিক্ষানুরাগী জবির আহমদ নাজমুল, আব্দুল আলী, আব্দুল ওয়াদুদ, খায়রুল আমীন, আপ্তাব আলী, সওকত আলী, দিলওয়ার হোসেন, তাজ উদ্দিন, আখতার হোসেন, আব্দুল্লাহ আল মামুন এবং খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা।

২য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি সফলভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি আব্দুস শহিদ, আব্দুল মতিন শফি, আব্দুল বাসিত রফি, আব্দুর রকিব, আব্দুল মুকিত রাজীব, আজিজুর রহমান এবং বৃত্তি বাস্তবায়ন পরিষদের সভাপতি সুহেল মিয়া, সেক্রেটারি ফয়ছল আহমদ সোবাহদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক আতিকুর রহমান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪