চলছে ভোটার হালনাগাদ, যারা হতে পারবেন ভোটার

Ayas-ali-Advertise
চলছে ভোটার হালনাগাদ, যারা হতে পারবেন ভোটার
ফাইল ছবি।
চলছে ভোটার হালনাগাদ, যারা হতে পারবেন ভোটার
ফাইল ছবি।
Facebook
Twitter
WhatsApp

সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে এবং ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়া যাবে।

নির্বাচন কমিশন জানায়, যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৭ বা তার পূর্বে এবং যারা বিগত হালনাগাদে বাদ পড়েছেন, তারা ভোটার হতে পারবেন। এছাড়া, যারা অন্য কারণে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

ভোটার হতে হলে, প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে: # ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি, # জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি, # নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি, # এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (যদি প্রযোজ্য হয়) এবং # ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদ)।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪