বালাগঞ্জ উপজেলা প্রশাসনের এক ব্যতিক্রমী আয়োজনে ২শ নাগরিককে সরকারি নানা সেবা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের উদ্যোগে উপজেলা সদরের বাইরে ‘হাতের মুঠোয় সকল সেবা’ শিরোনামে অভিনব এ আয়োজনে সরকারি ১০টি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় নাগরিক সেবা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম সার্বক্ষণিক দায়িত্বপালন করেন। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সহযোগিতায় স্থানীয় দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদ, বালাগঞ্জ থানা পুলিশ, উপজেলা কৃষি অফিস, উপজেলা ভূমি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাণীসম্পদ অফিস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, উপজেলা সমবায় এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তর তাদের নিজ নিজ পক্ষ থেকে সেবা প্রদান করে।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বলেন, “এটা আমাদের উপজেলা প্রশাসনের সম্মিলিত উদ্যোগ। মূলত সরকারি সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে নিজ নিজ অবস্থানে থেকে প্রান্তিক জনগোষ্ঠিকে সেবা প্রদানের জন্য এ উদ্যোগ। আমরা আজকে ২শ নাগরিককে বিভিন্ন সেবা প্রদান করেছি। আমাদের সম্মানীত নাগরিকদের সেবা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।”
দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম বলেন, “প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায়ে এসে উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি দফতরের কর্মকর্তারা নাগরিকদের জন্য যে সেবা কার্যক্রম পরিচালনা করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জন্মনিবন্ধন, কৃষি, স্বাস্থ্যসেবা, ভূমিসেবা, পশুচিকিৎসা, সমবায় ও সমাজসেবাসহ সংশ্লিষ্ট অফিস এবং কর্মকর্তারা দিনব্যাপী এ আয়োজনে অন্তত ২শ নাগরিককে সেবা প্রদান করেছেন।”
সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া উপজেলা প্রশাসনের এ উদ্যোগে তাদের নিজ নিজ অবস্থানে থেকে নাগরিকদের সেবা প্রদান করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন। দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম এ প্রসঙ্গে বলেন, “এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। একই ছাদের নিচে অনেক সেবা। মূলত সেবা প্রদানের সদিচ্ছা থেকেই আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক এ উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এরকম সেবাকার্যক্রম অব্যাহত রাখলে প্রান্তিক জনগোষ্ঠী ব্যাপক লাভবান হবেন।”
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের অভিনব এ আয়োজনের জন্য বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মো. আমির আলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হকসহ সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে এ কার্যক্রম অন্যান্য ইউনিয়ন পর্যায়েও আয়োজনের আহবান জানান। জন্মনিবন্ধন সংক্রান্ত সেবাগ্রহণকালে স্থানীয় শিওরখাল গ্রামের মো. নেফুর মিয়া ইউনিয়ন পরিষদ এবং উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে সেবা পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
আরও পড়ুন: চালকবিহীন গাড়ি তৈরি করল শাবির একদল শিক্ষার্থী
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মো. আমির আলী, ইউপি সদস্য মো. বাবরু মিয়া, মো. তারা মিয়া, রুকিয়া বেগম, ইনা বেগম প্রমুখ।