সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরালড গুলব্র্যান্ডসেন এবং ডেনিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেনের সঙ্গে গুরুত্বপূর্ন বৈঠক করেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি।
রোববার (৬ অক্টোবর) সকাল ৯টা ২০ মিনিটে গুলশানে সুইডিশ রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ এবং ব্যারিস্টার কায়সার কামাল।
এর আগে শনিবার বিকেলে যমুনায় বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে অংশ নেয়।
সংলাপে বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনের রোডম্যাপ জানতে চাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দাবি উত্থাপন করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রশাসনে ফ্যাসিবাদী শক্তির সহযোগীদের অপসারণ, জেলা প্রশাসক নিয়োগে নতুন প্রক্রিয়া প্রণয়ন এবং ফ্যাসিবাদের সময় নিয়োগপ্রাপ্তদের বাতিলের দাবি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু ব্যক্তি আছেন যারা বিপ্লব ও গণঅভ্যুত্থানের মূল চেতনার বিরোধিতা করছেন, তাদের সরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। গত ১৫ বছর ধরে পদোন্নতির বঞ্চিত সরকারি কর্মকর্তাদের যথাযথ পদোন্নতির জন্য দাবি জানিয়ে আসছি।
আরও পড়ুন: বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে যা চেয়েছে বিএনপি
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে দ্রুত একটি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এছাড়া নির্বাচন কমিশন কবে নির্বাচন আয়োজন করবে সে বিষয়ে একটি রোডম্যাপ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।