ফেসবুকে তারকাদের পাশাপাশি রাজনৈতিক নেতাদের নামেও ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণার ঘটনা বাড়ছে যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। এসব ভুয়া প্রোফাইল ব্যবহার করে অপরাধীরা সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে এবং নানা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করছে।
প্রায়ই দেখা যায় বিখ্যাত ব্যক্তিদের প্রোফাইল থেকে তথ্য চুরি করে হুবহু দেখতে ‘ক্লোন’ প্রোফাইল তৈরি করা হয় যা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। সাধারণ মানুষ যদি এই ফাঁদে পা দেন তবে তারা গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন।
সাইবার বিশেষজ্ঞদের মতে এটি প্রতারণার একটি আধুনিক কৌশল। অপরাধীরা ফেসবুকে কোনো ব্যক্তির ছবি ও তথ্য চুরি করে একই রকম দেখতে ভুয়া প্রোফাইল তৈরি করে। এরপর সেই ভুয়া প্রোফাইল থেকে ব্যক্তির পরিচিতদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়। একবার সেই অনুরোধ গ্রহণ করা হলে প্রতারকরা বিভিন্ন অসামাজিক কাজকর্ম শুরু করে যেমন ব্যক্তিগত তথ্য চুরি, অর্থ হাতানো বা পাসওয়ার্ড সংগ্রহ। যেহেতু প্রোফাইলটি আসলের মতোই দেখতে তাই অধিকাংশ মানুষ না বুঝেই বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করেন এবং এখানেই ঘটে বড় বিপত্তি।
আরও পড়ুন : নতুন ফোন কিনার আগে যা জানা জরুরি
আপনার ফেসবুক প্রোফাইল ‘ক্লোন’ হলে কী করবেন?
১. প্রথমেই ভয় না পেয়ে সবাইকে বিষয়টি জানিয়ে সতর্ক করুন। বন্ধু, সহকর্মী এবং আত্মীয়দের জানান যাতে তারা ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে আসা কোনও বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করেন। নিজের আসল ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করে সকলকে সতর্ক করতে পারেন।
২. চেনা-পরিচিতদের অনুরোধ করতে পারেন যেন তারা ভুয়া প্রোফাইলটি দেখে সঙ্গে সঙ্গে ‘রিপোর্ট’ করেন। এর জন্য তাদের যা করতে হবে:
- প্রথমে ভুয়া অ্যাকাউন্টটি খুঁজে বের করে তার প্রোফাইল পাতায় যেতে হবে।
- প্রোফাইলের নামের উল্টো দিকে থাকা তিনটি ‘ডট’ চিহ্নে ক্লিক করতে হবে।
- সেখান থেকে ‘রিপোর্ট প্রোফাইল’ অপশন নির্বাচন করতে হবে।
- এরপর কারণ হিসেবে ‘ফেক অ্যাকাউন্ট’ নির্বাচন করলেই ফেসবুকে রিপোর্ট জমা হবে।
এই পদক্ষেপগুলো সঠিকভাবে অনুসরণ করলে ফেসবুক কর্তৃপক্ষ দ্রুত ভুয়া প্রোফাইলটি সরিয়ে নেবে।