আসন্ন দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মাস্টার উপজেলাবাসির নিকট ভোট ভিক্ষা চেয়েছেন।
এক বার্তায় তিনি বলেন,(২৯ মে বুধবার) আমাকে একটিবার প্রাণপ্রিয় দোয়ারাবাজারবাসির সেবা করার সুযোগ দিন। আমি জনগণকে সাথে নিয়ে একটি আদর্শ উপজেলা আপনাদেরকে উপহার দিতে চাই। সে জন্য আমি আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। বিশেষ করে, আমার প্রতিক বই মার্কায় ভিক্ষা হিসেবে আপনাদের পবিত্র আমানত ভোট প্রদানের অনুরোধ জানাচ্ছি।
সেলিম মাস্টার আরও বলেন, আপনারা বই মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে কাজের মধ্যদিয়েই আপনাদের জনরায়ের উপযুক্ত মূল্যায়ন করব-ইনশাআল্লাহ।-প্রেসবিজ্ঞপ্তি