বিশ্বনাথনিউজ২৪:: সিলেটের বিশ্বনাথে পৌর এলাকায় ‘আনারস’ প্রতীকের সমর্থনে গণসংযোগ করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ‘চেয়ারম্যান’ প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের আইন বি’ষ’য়’ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ । শনিবার (৪মে) দুপুরে পৌর এলাকার নতুন ও পুরাণ বাজার এলাকায় গণসংযোগটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত গণসংযোগে ‘চেয়ারম্যান’ প্রার্থী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সাথে উপস্থিত ছিলেন উপজেলার দে’ও’ক’ল’স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, খাজাঞ্চী ই’উ’নি’য়’ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া, রামপাশা ই’উ’নি’য়’ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, সিলেট জে’লা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের কা’র্য’নি’র্বা’হী সদস্য ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বার, আশিক আলী, লা’মা’কা’জী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পুলক ভট্টাচার্য্য, খা’জা’ঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর, সাধারণ স’ম্পা’দ’ক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, জেলা পূজা উ’দ’যা’প’ন পরিষদের কার্যনির্বাহী সদস্য জ্যোতির্ময় দে মতি মেম্বার, প্রবাসী সুরত আলী বাবুল, দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ওয়াহাব আলী মেম্বার, লামাকাজী ইউনিয়ন পরিষদের মেম্বার প্রতাব পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।