নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নে দারুল ক্বেরাত রামাদ্বানিয়া তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসা শাখার ৩৪তম সমাপনী উপলক্ষে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে অনুষ্ঠানটি শনিবার( ৬ এপ্রিল) বিকেলে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
শাখার নাজিম মাওলানা আলিম উদ্দিনের সভাপতিত্বে ক্বারী সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন দাখিল মাদ্রাসার প্রধান মাওলানা ছালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তেলিকোনা এলাহাবাদ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান, শিক্ষক মাওলানা রহমত উল্লাহ।
আরও বক্তব্য রাখেন শাখার প্রধান ক্বারী মাওলানা আবদুল মছব্বির, প্রধান সমন্বয়ক আজমল হোসেন বুলবুল, যুবনেতা মুহিবুর রহমান সুইট, সাবেক ইউপি সদস্য আমির উদ্দিন, সংগঠক আমিনুর রহমান, আবদুল মালিক, মাসুক মিয়া।