নিজস্ব প্রতিবেদক :: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সেচ্ছাসেবী সংগঠন ‘বাংলাদেশ পল্লী ফোরাম’র উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সিলেটের বিশ্বনাথ পৌরশহরে এই ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ আবুল কাসেম, সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলতাফুর রহমান, বাংলাদেশ পল্লী ফোরামের সদস্য শেখ আবদুল আজিজ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সভাপতি (ভারপ্রাপ্ত) আজাদুল ইসলাম, আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক আহমদ আলী আনছার, বাংলাদেশ পল্লী ফোরামের সদস্য সাইফুদ্দিন সাইফ, আবদুল মুতালিব, সাহেদ আহমদ শিপু, নুরুল ইসলাম মুবীন, মুহাম্মদ নুরুল আলম, তানবীর হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, সিলেটের অন্যতম সেচ্ছাসেবী সামাজিক সংগঠন বাংলাদেশ পল্লী ফোরাম ২০১৭ সালের ১৬ ডিসেম্বর সাংগঠনিক যাত্রা শুরু করে। প্রতিবন্ধী মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা, বন্যা, করোনাসহ বিভিন্ন দুর্যোগকালীন সময়ে এই সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করে। এছাড়াও, বিভিন্ন জাতীয় দিবস, রক্তদান, সমাজ সচেতনতায় ক্যাম্পেইন, রমজানে সেহরী ও ইফতার বিতরণসব নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।