বিশ্বনাথনিউজ২৪ :: ঘর নির্মানের জন্য সিলেটের বিশ্বনাথে ‘হাজী মনফর আলী ও হাজী হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট’র উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জানুয়ারী) সকালে পৌর শহরের কারিকোনা গ্রামে ট্রাস্টের চেয়ারম্যানের বাড়িতে বিভিন্ন উপজেলার ৬টি পরিবারের সদস্যদেরকে ঘর নির্মানের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়।
হাজী মনফর আলী ও হাজী হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট’র চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘর নির্মানের জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মফিজুর রহমান, আজিজুর রহমান, আছাবুর রহমান সাবু, ফয়জুর রহমান, জাহিদুর রহমান।