বালাগঞ্জ (সিলেট) সংবাদদাতা : ওসমানীনগরে ঐতিহ্যবাহী খাগদিওর ইসলামিয়া মাদরাসার পক্ষ থেকে খন্দকার বাজার ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে’র সদস্য, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী এনামুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
স্থানীয় খন্দকার বাজারস্থ মাদরাসার সভাকক্ষে বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা নির্বাহী কমিটির সভাপতি নূরুল ইসলাম চৌধুরী লয়লা।
মাদরাসার সাবেক শিক্ষা সচিব মাওলানা সিকন্দর আলীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হিফজ বিভাগের ছাত্র মো. সামী আহমদ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এনামুল ইসলাম চৌধুরী ছাড়াও অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের প্রকাশনা সম্পাদক সেবুল মিয়া, দয়ামীর ইউনিয়ন পরিষদের সদস্য আফরুজুল হক, মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, মাদরাসা পরিচালনা কমিটির সহ সাধারণ সম্পাদক ডা. আব্দুল জলিল, মাদরাসার কোষাধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, মাদরাসা নির্বাহী কমিটির সদস্য আব্দুল বারিক, গিয়াসউদ্দিন বাদশা, তরুণ সমাজকর্মী মামুন আহমদ চৌধুরী, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, হারুন রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি এনামুল ইসলাম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।