নিজস্ব প্রতিবেদক :: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, ‘কর্মজীবনে দ্বীন ইসলামের খেদমতে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন সৎপুর দারুল হাদীস কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা ছালিক আহমদ (রহ.)। মাত্র ৫১ বছর বয়সী এই আলেমে দ্বীন তাঁর ইলিম, আমল, প্রজ্ঞা ও কর্মতৎপরতায় শতবর্ষী মনীষীর মতো আবদান রাখতে সক্ষম হয়েছিলেন। তিনি ৩২ বছর শিক্ষতার জীবনে ২৬ বছরই কামিল জামাতের হাদীসের খেদমত করেছেন। শিক্ষকতা, ওয়াজ নসীহত, দরসে বুখারী, তাফসীর মাহফিলের মাধ্যমে তিনি দ্বীনি তাবলীগ এর গুরুদায়িত্ব আঞ্জাম দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘ছালিক আহমদ আলেম সমাজের মাঝে এক ব্যতিক্রমী ব্যক্তি স্বত্ত্বা । আজকে আদর্শিক দৈন্যদশার মাঝে তাকে আমরা একটি আদর্শ হিসেবে উপস্থাপন করতে পারি। তাই ইলিম অর্জনে ছাত্রসমাজ এবং ওয়াজ নসীহতে উলামায়ে কেরাম ছালিক আহমদকে মডেল হিসেবে গ্রহন করতে পারেন।’
তিনি বৃহস্পতিবার (৩ আগস্ট) সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসায় আল্লামা ছালিক আহমদ (রহ.) স্মৃতি পরিষদ আয়োজিত ‘আল্লামা ছালিক আহমদ (র.) স্মারক’ এর প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
আল্লামা ছালিক আহমদ (রহ.) স্মৃতি পরিষদের সভাপতি ও সৎপুর দারুল হাদীস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমানের সভাপতিত্বে এবং স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আলী আছগর খান, সহ সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান ও মাওলানা মাহবুবুর রহমান তাজুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা শফিকুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা এ কে এম মনোওর আলী, ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বড় হুজুর আলহাজ্ব হাফিজ আব্দুশ শহীদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরীদ উদ্দিন আতহার, বুরাইয়্যা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, সিংগেরকাছ আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছেহ, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার গভর্ণিং বডির সহ সভাপতি আ ফ ম আব্দুল্লাহ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালেহ আহমদ, মুহাদ্দিস মাওলানা রশিদ আহমদ চৌধুরী, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র মাদরাসার প্রভাষক মাওলানা আবু তাহির মো. খালিদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শামীম আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের প্রকাশনা সম্পাদক মাওলানা মোহাম্মদ খছরুজ্জামান।
উপস্থিত ছিলেন কালারুকা লতিফিয়া দাখিল মাদরাসার সহ সুপার মাওলানা আজিজুর রহমান ধনপুরী, শাহ সুফি মুজাম্মিল আলী দাখিল মাদরাসার সুপার মাওলানা মুফতি আবাদুস সালাম, নোয়াগাঁও হাফিজিয়া মাদরাসার পরিচালক হাফিজ নূর মুহাম্মদ তালুকদার, ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মতিউর রহমান, সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুনির উদ্দীন, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবদুল বাছিত, এলাহাবাদ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হরমুজ আলী, ছাতক জালালিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম, গাবুরগাঁও দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. কামরুজ্জামান, দশঘর দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ মুসাহিদ আলী, ঘুরাডুম্বুর মাদ্রাসার সহ সুপার মাওলানা ছাদিকুর রহমান সিরাজী, সৎপুর কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মিছবাহুদ্দীন, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা আবুল ফজল মুহাম্মদ ত্বহা, ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ শফিকুর রহমান সিরাজী, মাস্টার নূর হোসেন তালুকদার, ক্বারী আব্দুল্লাহ আল মামুন, আল্লামা ছালিক আহমদ (রহ.) এর বড় ছেলে মাওলানা হুসাইন আহমদ মাসরূর প্রমুখ।
অনুষ্ঠানে ‘আল্লামা ছালিক আহমদ (র.) স্মারক’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।