বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশ দূষিত হওয়ার ফলে রোগবৃদ্ধির পাশাপাশি সৃষ্টি হচ্ছেন নানান প্রাকৃতিক সমস্যা। ফলে পরিবেশের ভ্রারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই। ভবিষ্য প্রজন্মকে সুনির্মল ও শান্তির পরিবেশ উপহার দিতে এবং পরিবেশের সমতা রক্ষা করতে আমাদের সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, জনগণের প্রতি বিএনপির-জামাত চক্রের কোন আস্থা নেই। তাই তারা তাদের বিদেশি প্রভুদের সাহায্য নিয়ে ক্ষমতায় আসার জন্য অগ্নি সন্ত্রাসের নামে দেশে শান্তিপ্রিয় মানুষের সম্পদ পুড়াচ্ছে, ভাংচুর করছে।
তিনি রোববার (৩০ জুলাই) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী মশাহিদ আলীর উদ্যোগে এবং দশঘর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীকে ‘নৌকার মাঝি’ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোরদাবী জানান।
দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান সেবুল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম আহমদ, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান সেলন।
বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তৈমুছ আলী, ১নং ওয়ার্ডের সভাপতি কামাল হোসেন, ৫নং ওয়ার্ডের সভাপতি কামরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রুহুল আমীন।
এসময় অনুষ্ঠানে দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার ফারুক আহমদ, প্রবাসী শানুর আলী, সংগঠক আনা মিয়া, আশিদ আলী, ঝুমন আহমদ, জামাল মিয়া, আব্দুল হামিদ, শাহান শাহ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।