বিশ্বনাথনিউজ২৪ :: সৌদি আরবে হজ করতে গিয়ে তাওয়াফরত অবস্থায় এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ জুন) সৌদি সময় বিকাল ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর নাম সুলেমান খান (৭৪)। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ছোট দিঘলী গ্রামের বাসিন্দা।
তাঁর বড় ছেলে ও বিশ্বনাথ নিউজ টোয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা বখতিয়ার খান জানান, ২০ জুন হজ পালনের উদ্দেশ্যে সৌদি গমন করেন তিনি।
শুক্রবার হেরেম শরীফে পড়েন জুমআর নামাজ। নামাজ শেষে তাওয়াফ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে তোলা হলে সেখানেই ঢলে পড়েন মৃত্যুর কোলে।
তাকে জান্নাতুল মুয়াল্লায় সমাহিত করা হবে বলেও জানান বখতিয়ার খান।