সিলেট সংবাদ ডেস্ক::: সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
২০ মে শনিবার দুপুর ২.৩০ ঘটিকায় এই মরদেহটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুদ্দাহা জানান,শনিবার দুপুরে নাম ও পরিচয়হীন এ মরদেহটি উদ্ধার করেছেন।প্রাথমিকভাবে ধারণায় করা হচ্ছে অসুস্থ হয়ে মারা গেছেন তিনি এবং মরদেহটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।