AM-ACCOUNTANCY-SERVICES-BBB

সিলেট সিটিতে প্রার্থী না হওয়ার ঘোষণা মেয়র আরিফের

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: মে - ২০ - ২০২৩ | ৬: ০২ অপরাহ্ণ

মেয়র আরিফ

সিলেট সংবাদ ডেস্ক:: সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ২১শে জুন অনুষ্ঠিত মেয়র পদে প্রার্থী হবেন না বলে ঘোষনা দিয়েছেন।


২০ শে শনিবার বিকেলে নগরির ঐতিহাসিক রেজিস্ট্রারি ময়দানে নগরবাসীদের এক জনসভায় এই ঘোষণা দেন তিনি।


তার বক্তব্যে মেয়র আরিফ বলেছেন,বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) রাজনীতি করেছি,আমার জীবন থাকতে এই দলের ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত নেবনা।আমি সব সময় সিলেটবাসীর সাথে আছি।অনেকে আমাকে আব্দুস সাত্তার বানানোর চেষ্টা করছিলেন।আমি সে সুযোগ কাউকে দেইনি।বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন করার পরিবেশ নেই।

ইভিএমের ধারণা নেই নগরবাসীর। ইভি ভোট কারচুপির মহা আয়োজন। তিনি নগরবাসীর উদ্যোশে আরো বলেছেন অতীতে আপনারা আমার পাশে ছিলেন। আমি সেই সব কথা ভুলতে পারিনি।

Aminul Haque scaled