বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের ঐতিহ্যবাহী ক্বওমি মাদরাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি ও আযাদ দ্বীনী এদারায়ে তা’লীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রবীণ আলেমে দ্বীন শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি আর নেই।
আজ বুধবার (১৭ মে) মাগরিবের নামাজের পর তিনি দরগাহ মাদরাসায় তাঁর নিজ বিশ্রামকক্ষে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মুফতি মুহিব্বুল হকের বয়স হয়েছিল ৭৮ বছর।
জানা গেছে, বুধবার দিনে কোম্পানীগঞ্জে কয়েকটি মাহফিলে শায়খুল হাদিস মাওলানা মুফতি মুহিব্বুল হক অংশগ্রহণ করেন। এরপর আছরের নামাজ তিনি দরগাহ মাদরাসায় আদায় করেন। মাগরিবের ওয়াক্তে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থা হঠাৎ খারাপ হয়। নামাজ শেষে সঙ্গে সঙ্গে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।